কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে আইলচারা পশু হাটের উপর আইলচারা ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার।
প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী দেশবরেণ্য আলেম মুফতি আমীর হামজা।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, অধ্যাপক মাজহারুল ইসলাম মমিন, মাওলানা ইয়াসির আরাফাত, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: রায়হান আলি, মিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেহেদি হাসান মকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন আইলচারা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাকেরুল ইসলাম।