- গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরত বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় হামলায় কমপক্ষে ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ত্রাণের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলার শিকার হন কমপক্ষে ১৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৪ জন নিহত হয়েছেন এবং পূর্ববর্তী হামলায় নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩৯১ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে আনা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারনে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে চিকিৎসা সূত্র জানিয়েছে, গত ২৬ মে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা ৫৬ হাজার ১৫৬ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরুর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮৩৩ জন নিহত এবং ২০ হাজার ১৯৮ জন আহত হয়েছে।
সুত্রঃ আলজাজিরা