কুষ্টিয়ার মিরপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা স্বজনদের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এমনকি স্বর্ণালংকারের খোঁজে লাশটিতে তল্লাশি চালিয়েছে ডাকাত দলটি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০) গতকাল বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই স্বজনেরা তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরছিলেন। কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠসংলগ্ন এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। পাশের একটি বরজ থেকে ডাকাতেরা বেরিয়ে আসে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে চালক ও মৃতের স্বজনদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা এবং এক নারীর কাছ থেকে এক জোড়া সোনার দুল ছিনিয়ে নেয়। এ ছাড়া মৃতের কান ও গলায় সোনার দুল, চেন আছে কি না তা-ও তল্লাশি করে ডাকাতেরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।