কুষ্টিয়া মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ হল রুমে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষা সমন্বয় কারী কর্মকর্তা ও কুষ্টিয়া সেক্টর’র অতিরিক্ত পরিচালক (জিএসও ২) মেজর শফিকুল ইসলাম। তিনি বলেন,আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই, বেশীরভাগ ক্ষেত্রেই তরুণ বা যুবক বয়সের ছেলে-মেয়েরা মাদকের জগতে পা বাড়ায় ছোট ছোট নেশার মাধ্যমে। বিশেষ করে অসৎ সঙ্গের দ্বারা প্ররোচিত হয়ে তারা এ কাজ শুরু করে। যা প্রথমদিকে পিতা-মাতা খুব একটা আমলে না নিলেও পরবর্তীতে ঠিকই তাদেরকে পস্তাতে হয়; প্রিয় সন্তান আশির্বাদের পরিবর্তে পরিনত হয় অভিশাপে। অথচ ছোটবেলা থেকে সন্তানদেরকে সতর্ক করা এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে পিতামাতা তাদের সন্তানদের মধ্যে প্রতিষেধক তৈরি করে দিতে পারেন পূর্বেই। নিয়মিত সচেতন অভিভাবকত্বের মধ্য দিয়ে স্নেহের পরশে ঠিক পথে পরিচালিত হবার ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন সন্তানদেরকে
সুপ্রিয় যুবসমাজ। তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের জীবন এবং সুস্থতা আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিরাট একটি নেয়ামত। এ নেয়ামতকে যথাযথভাবে কাজে লাগিয়ে দুনিয়াটাকে সুন্দর করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা চাইলেই একটি সুন্দর দেশ গড়তে, একটি সুন্দর সমাজ গড়তে, একটি শান্তিময় পৃথিবী গড়তে আমাদের যোগ্যতাকে কাজে লাগাতে পারি।
এছাড়াও মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ অনান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীগন অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পূর্বে অনুষ্ঠিত মাদকবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষা সমন্বয় কারী কর্মকর্তা ও কুষ্টিয়া সেক্টর’র অতিরিক্ত পরিচালক (জিএসও ২) মেজর শফিকুল ইসলাম।