ঢাকাSaturday , 28 June 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পানি বন্দি সেন্ট মার্টিনের ৪ গ্রামের মানুষ টানা ভারী বৃষ্টিতে

Link Copied!

টানা ভারী বৃষ্টির পানিতে সেন্ট মার্টিনের ৪টি গ্রামের লোকজন পানি বন্দি। দ্বীপে জোয়ারের পানি ঢুকলে অথবা ভারী বৃষ্টি হলে ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি দ্রুত সরে যেতে পারে না।

বিষয়টি নিশ্চিত করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

তিনি বলেন, সেন্টমার্টিনের ভেতরে চলাচলের যেসব রাস্তার পাশে পানি যাওয়ার জন্য ড্রেনের প্রয়োজন সেখানে ড্রেনের ব্যবস্থা নেই। যদি অতিভারী বৃষ্টি হয়, অথবা সাগরের জোয়ারের পানি বেড়েই গেলে দ্বীপে পানি ঢুকলে তা দ্রুত সরে যেতে পারেনা।

তিনি আরও বলেন, এখন বর্ষার মৌসুম টানা ভারী বৃষ্টি হচ্ছে, তাই দ্বীপের ৪টি গ্রামের মানুষের বসতঘরে পানি ঢুকে পড়ছে। পানি দ্রুত সরে না যাওয়ায় তাই লোকজন পানি বন্দি হয়ে পড়ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ভারী বৃষ্টিতে সেন্টমার্টিন দ্বীপে দ্রুত পানি সরে যেতে না পেরে দ্বীপের ১০০ পরিবার পানিবন্দি। আমরা তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করছি। ভারী বৃষ্টি হলে দ্বীপে পানি জমে যাওয়ার বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেটা সমাধানের চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।