ঢাকাSunday , 13 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দুর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নির্বাচন

বনানীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

Link Copied!

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। তাদের দাবি, ঢাকা মেট্রোর ৩ হাজার সিএনজির অটোরিকশার বাইরের অতিরিক্ত অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকরা বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এতে মহাখালী-বনানী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

সড়ক অবরোধকারী সিএনজি চালকরা বলছেন, সিএনজিচালিত অটোরিকশার রুট নির্ধারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এছাড়া অন্য কোনও গাড়ি যেতে দিচ্ছেন না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তাদের দাবি, ঢাকা মেট্রো নম্বরের সিএনজির বাইরে অতিরিক্ত সিএনজি চলাচলের অনুমতি দিতে হবে।

ওসি আরও বলেন, আমরা বিক্ষোভকারী ও বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত আসলে বুঝা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।