ঢাকাSunday , 13 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দুর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নির্বাচন

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

Link Copied!

টেস্ট ও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার টি-টোয়েন্টিতেও একই চাপে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে পরাজয়ের পর সিরিজ বাঁচাতে আজকের (রোববার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া ভিন্ন কোনো রাস্তা খোলা নেই লিটনদের কাছে।

ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচের ব্যর্থতার পর দল গঠনে পরিবর্তন আনার আভাস দিয়েছেন বাংলাদেশ কোচিং স্টাফ।

অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে জোর সমালোচনা থাকলেও কোচ ফিল সিমন্স এখনও তার ওপর আস্থা রাখছেন। যদিও ওয়ানডে সিরিজে ব্যর্থতার কারণে একাদশ থেকে বাদ পড়েছিলেন লিটন, তবে টি-টোয়েন্টিতে তার ওপরই ভরসা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এর মধ্যেই আলোচনায় এসেছে ব্যাটিং লাইনআপে নতুন চমক। প্রথম ম্যাচে না খেলা জাকের আলী অনিক ফিরতে পারেন আজকের একাদশে, যা মিডল অর্ডারে স্থিতি দিতে পারে।

বোলিং আক্রমণেও পরিবর্তনের ইঙ্গিত। তাসকিন আহমেদের জায়গায় মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। অভিজ্ঞ মোস্তাফিজের কাটার ও স্লোয়ার শ্রীলঙ্কার ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে। পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে সামগ্রিকভাবে ১৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৬ বার, বাকি ১২ বার জিতেছে শ্রীলঙ্কা। এসব পরিসংখ্যান বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হলেও বর্তমান বাস্তবতা ভিন্ন চিত্রই দেখাচ্ছে।

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফ্রে ভ্যান্ডারসে, মহেশ থিকশানা, নুয়ান থুসারা এবং বিনুরা ফার্নান্দো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।