ঢাকাWednesday , 16 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দুর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নির্বাচন

মিরপুরে ভেজাল সার বিক্রয় করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা 

Link Copied!

 

কুষ্টিয়ার মিরপুরে ভেজাল স্যার বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) মিরপুর বাসষ্টান্ড  বাজারে – মেসার্স মুক্তা টেডার্স কে কৃষি কাজে অব্যবহারযোগ্য ও ভেজাল সার বিক্রয় করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৭ (২) এর (ঘ) ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলাম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলাম ও কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ভেজাল স্যার আমদানি করে কৃষকদের নিকট বিক্রয় করে প্রতারণা করলে সেই সার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।