ঢাকাThursday , 17 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

টানা চার ম্যাচে অপরাজিত টাইগ্রেসরা

Link Copied!

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযোক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে জোড়া গোল করেন তৃষ্ণা। এরপর দলের ব্যবধান ৩-০ করেন স্বপ্না রানী।

প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজতে ১৪ মিনিটের বেশি সময় লাগেনি বাংলাদেশের। কিন্তু এই ম্যাচে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

ডান পায়ে বক্সের ডান প্রান্ত থেকে দারুণ এক শটে ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজুমকে পরাস্ত করেন তৃষ্ণা। তবে তার গোলের থেকেও পাসটা সুন্দর ছিল। মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণে থাকা তিন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে দারুণ পাসটি দেন স্বপ্না রানী।

৪২ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল ভুটান। তবে গোলবার ছেড়ে সামনে এগিয়ে আসা বাংলাদেশি গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি নামসেল ওয়াংজুম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন স্বপ্না। তবে ডি বক্সের বাইরে থেকে বাংলাদেশি মিডফিল্ডারের নেওয়া শটটি সরাসরি ভুটানের গোলরক্ষকের হাতে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এড়িয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।