উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয় মঙ্গলবার। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী দুই দিনের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।এর অগে মঙ্গলবারের (২২ জুলাই) সব ধরনের পরীক্ষাও স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদিনের স্থগিত হওয়া পরীক্ষাও পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তিতের মাধ্যমে জানানো হবে।
তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।