ঢাকাTuesday , 22 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

দৌলতপুরে দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনীর

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে দাফন সম্পন্ন হলো রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের।

সোমবার (২২ জুলাই) উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর কবরস্থানে সকাল ৯টায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে আজ মঙ্গলবার ভোরে সাদিপুর গ্রামের (শ্বশুরবাড়ি) নিজ বাড়িতে রজনী ইসলামের মরদেহ নিয়ে আসা হলে সেখানে একহৃদয় বিদারক ঘটনা ঘটে ও শোকের ছায়া নেমে আসে গ্রামে।

নিহত রজনী ইসলামের ৩ সন্তানের মধ্যে ছোট মেয়ে ঝুমঝুম ইসলাম পঞ্চম শ্রেণীতে ও মেজ ছেলে রোহান ইসলাম ষষ্ঠ শ্রেণীতে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বড়ছেলে রুবাই ইসলাম এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

রজনী ইসলাম তার মেয়েকে নিতে স্কুলে গিয়েছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এসময় বিধ্বস্ত বিমানের লোহার টুকরো রজনী ইসলামের মাথায় ঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে সিএমএইচে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার মেয়ে ঝুমঝুম ইসলাম স্কুল ছুটি হওয়ার পরপরই ক্যাম্পাস থেকে বের হয়েছিল বলে দুর্ঘটনা থেকে সে প্রাণে বেঁচে গেছে বলে জানিয়েছেন তার বাবা জহুরুল ইসলাম।

নিহত রজনী দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। ব্যবসা সূত্রে তিনি পরিবার সহ ঢাকার উত্তরায় বসবাস করতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।