ঢাকাTuesday , 22 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনের

Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীর নদীতে ডুবে যাওয়ার সময় জাহিদুল ইসলামকে (৪৫) বাঁচাতে গিয়ে ছেলে জিহাদ (১০) ও বাবার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে চাঁদপুর ইউনিয়নের জুঙ্গলী গ্রামের কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত জাহিদুল কুষ্টিয়া পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) কুষ্টিয়া অফিসে কর্মরত ছিলেন ও তার ছেলে জিহাদ জুঙ্গলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, জাহিদুল পাট জাগ দেওয়ার উদ্দেশে মঙ্গলবার অফিস থেকে ছুটি নেন। ছেলে জাহিদকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান তিনি। গভীর পানিতে পাট জাগ দিয়ে ফিরে আসার সময় জাহিদুল পানিতে ডুবে গেলে জিহাদ তার বাবাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এ সময় সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা জাহিদুলকে মৃত উদ্ধার করেন এবং জিহাদকে উদ্ধার করে স্থানীয় হরিনারায়ণপুর সেবা (প্রা.) ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কুমারখালী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামবাসী দুজনের লাশ উদ্ধার করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, পাট জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয় ব্যক্তিবর্গের অনুরোধে লাশ দুইটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।