ঢাকাThursday , 24 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

চট্টগ্রাম বন্দরে ঘুষ গ্রহণের অভিযোগে ২ নিরাপত্তাকর্মী বরখাস্ত

Link Copied!

অনৈতিকভাবে টাকা গ্রহণের অভিযোগে চট্টগ্রাম বন্দরের দুই নিরাপত্তাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।

বরখাস্ত হওয়া দুই নিরাপত্তাকর্মী হলেন মো. আবুল খায়ের ও মো. হারুন-অর-রশিদ। তারা দুজনই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার ভিন্ন ভিন্ন সময়ে এই দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এনসিটি ১ নম্বর গেটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী মো. আবুল খায়ের এবং বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এনসিটি-৪ নম্বর গেটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী মো. হারুন-অর-রশিদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। এই ঘটনা চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা/৯১ এর পরিপন্থী হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (নিরাপত্তা) দপ্তর থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, এমন ঘটনা সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির অন্তরায়।

এমন ঘটনা যাতে আগামীতে না ঘটে সেজন্য বন্দরের বিধান অনুসারে তাদের বরখাস্ত করা হয়েছে। এর আগেও এমন কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করছে। বন্দরে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।