কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানাগেছে।
দৌলতপুর পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মতি সর্দারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ছেলে মিঠু সর্দার (৩৪) এর ঘর থেকে একটি বিদেশি পিস্তুল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠু সর্দার পালিয়ে যায়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।