কুষ্টিয়ার মিরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নারী ও সমাজ উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা।
শনিবার সকালে মিরপুর উপজেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম। এসময় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক নিশান ইসলাম, মুখপাত্র সিলভিয়া সাথী, উপজেলা সংগঠক নিলয় আহমেদ, রনি আহমেদ, ছাত্রনেতা ফরিদ আলী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই মাসকে সমাজ গঠনের পুনর্জাগরণ মাস হিসেবে বিবেচনা করে আমরা সকলে মিলে নৈতিকতা, সততা, নারী অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবো।”বক্তারা জুলাই আত্মত্যাগ, তাদের চেতনা ধরে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।