কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে কুষ্টিয়া মিরপুর উপজেলার যোগিপোল ও পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামিরা হচ্ছে মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) ও পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিহাব মেম্বার (৪২)। আটককৃত আসামিদের মিরপুর থানার একটি নাশকতা মামলায় সন্ধীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। এমন সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়িতে আসতে গেলে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরাজুলের গাড়ীর হেডলাইট ভেঙ্গে দেয়।
এসময় বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানা পুলিশকে ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এসময় তাৎক্ষণিক ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে ইমরান ও শিহাব মেম্বারকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের পরিবার বলেন, শুধুমাত্র রাজনীতি করার কারণেই তাদেরকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মিরপুর থা·নার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় দুজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে।