প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৪৯ রানে গুঁড়িয়ে দিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ বুঝে নিয়েছিল নিউজিল্যান্ড। সে নিয়ন্ত্রণ ধরে রেখেই শেষ পর্যন্ত তিন দিনেই আফ্রিকার দলটিকে হারিয়ে দিল কিউইরা। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।
বুলাওয়ের কুইনন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১৪৯ রানের বিপরীতে ৩০৭ রান তোলে নিউজিল্যান্ড। এর জবাবে ২ উইকেটে ৩১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা। সেখান থেকেই শুরু তৃতীয় দিনের খেলা। নিউজিল্যান্ড ১৫৮ রানের লিড টপকে তাদের বড় লক্ষ্য ছুঁড়ে দিতে অতিমানবীয় কিছু করতে হতো জিম্বাবুয়েকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা ১৬৫ রানের বেশি তুলতে পারেনি।
শেষ পর্যন্ত ৮ রানের লক্ষ্য পেয়ে তুড়িতেই তা পেরিয়ে গেছে নিউজিল্যান্ড।
দুই ইনিংস মিলিয়ে কিউইদের পক্ষে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। আর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন স্পিনার মিচেল স্যান্টনার। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান আসে অভিজ্ঞ শন উইলিয়ামসের ব্যাটে।
চা বিরতির পর লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড চার রানে ডেভন কনওয়েকে (৪) হারায়। হেনরি নিকলসের বাউন্ডারিতে ২.২ ওভারে ১ উইকেটে ৮ রান করে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৩০৭ (কনওয়ে ৮৮, মিচেল ৮০, মুজারাবানি ৩-৭৩) ও ৮/১ (নিকলস ৪*, কনওয়ে ৪, নিয়ামহুরি ১-৮); জিম্বাবুয়ে ১৪৯ (আরভিন ৩৯, হেনরি ৬-৫৯, স্মিথ ৩-২০) ও ১৬৫ (উইলিয়ামস ৪৯, স্যান্টনার ৪-২৭, ও’রোর্কে ৩-২৮, হেনরি ৩-৫১)
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।