ঢাকাSaturday , 2 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বিশেষ ট্রেনে ৩ আগস্ট ঢাকায় সমাবেশে যোগ দেবে ছাত্রদল

Link Copied!

রাজধানীর শাহবাগে আগামী শনিবার (৩ আগস্ট) ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে। ট্রেনটি সমাবেশের দিন সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে। আবার সমাবেশ শেষে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে আসবে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে একটি জরুরি বার্তায় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকা ও চট্টগ্রামকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে। এতে ২০টি কোচ থাকবে, যার মাধ্যমে ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদেরকে ২০ বগি বিশিষ্ট একটি বিশেষ মহানগর ট্রেন (৭২১-২২) দেওয়া হচ্ছে। এ ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে রওনা দেবে আর সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ফিরবে।

ট্রেনের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনের ভাড়া মোট কত সেটা আসলে আমার জানা নেই। রেলওয়েতে বকেয়া বলে কিছু নেই, অ্যাডভান্স পেমেন্ট দিয়ে নিতে হয়।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, দলীয় প্রোগ্রাম হচ্ছে। তাই দলবদ্ধভাবে যেতে হবে। আমরা চট্টগ্রাম থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার জনশক্তি নিয়ে ওই ট্রেনে ঢাকায় যাব। শত কষ্ট হলেও প্রোগ্রাম সফল করার জন্য কষ্ট সহ্য করে ঢাকায় যাব।

ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভাড়ার ব্যাপারটা আমার জানা নেই। আমাদের সিনিয়র নেতারা এটি ঠিক করে দিয়েছেন।

রেলওয়ের বার্তায় আরও বলা হয়েছে, ট্রেন পরিচালনার আগে ভাড়াসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক চার্জ আদায়ের দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা। ট্রেন চলাচলের সময় ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) নিয়োজিত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।