রংপুরের পীরগাছায় গেটম্যানবিহীন রেল ক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি। এ সময় ট্রাক্টরটি চূর্ণ-বিচূর্ণ হয়ে চালক আসাদ মিয়া (৩৫) মারাত্মকভাবে আহত হন। এতে ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চৌধুরানী এলাকার সুবিদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম। আহত আসাদ মিয়া উপজেলার কৈকুড়ি ইউপির সুবিদ গ্রামের নুরু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে বের হন আসাদ মিয়া। তিনি পথে সুবিদ রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এসে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়।
স্থানীয়রা অভিযোগ করেন, সুবিদ রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন চলাচল করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসী দ্রুত রেল ক্রসিংটিতে গেটম্যান নিয়োগ ও সুরক্ষার দাবি জানিয়েছেন।
পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ৫টা ২০ মিনিট নাগাদ ওই ক্রসিং অতিক্রম করছিল।
এ সময় ট্রাক্টরটি রেলগেট পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে।