তুলির শেষ আঁচড়টা কি নিখুঁতভাবেই না টানলেন যস্বশী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে শুরু করেছিলেন শেষটাও সেভাবেই করলেন ভারতীয় ব্যাটার। পাঁচ টেস্টের শুরু আর শেষটা যে সেঞ্চুরিতেই রাঙালেন তিনি।
এমন দুর্দান্ত মুহূর্তের উদযাপনটাও ছিল দেখার মতো।
গাস অ্যাটকিনসের বল পয়েন্টে ঠেলেই তিন অঙ্ক স্পর্শ করলেন জয়সওয়াল। নন স্ট্রাইক প্রান্ত স্পর্শ করার পরেই নিজের ট্রেডমার্ক উদযাপন সারলেন। শূন্যে লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন তিনি। এরপর বিশেষ এক উদযাপনও সারলেন ২৩ বছর বয়সী ব্যাটার।
ওভাল টেস্টে খেলা দেখতে আসা বাবা-মা ও ভাইয়ের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়লেন জয়সওয়াল। পরে হাতের সহায়তায় হৃদয়ও আঁকলেন তিনি।
আর একটি করে পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক অবশ্য ভারত এককভাবে নয়, তাদের সঙ্গে আরো তিন দল আছে। সেই তিন দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০০৩-০৪ মৌসুমে ভারতের আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ৪ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা।
অন্যদিকে সবার আগে এই কীর্তি গড়ে অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ টেস্টের সিরিজে ১২ সেঞ্চুরি হাঁকিয়ে। দুদলের মাঝে ১৯৮২-৮৩ মৌসুমে ৬ টেস্টের সিরিজে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়ে পাকিস্তান। এবার ভারত সেই কীর্তিতে নাম লেখাল।