ঢাকাTuesday , 5 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে চেক প্রদান

Link Copied!

জুলাই গণঅভ্যূথান দিবসে কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্মিলন অনুষ্ঠিত হয়। এসময় আলোচনায় অংশ নেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

এসময় ৬ শতাধিক শহীদ ও আহত পরিবারের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে জুলাই বিপ্লব নিয়ে মঞ্চ নাটক হয়। এসময় শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে শহরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপির নেতা-কর্মীরা। এরআগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে জড়ো হয় তারা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর আসনের সাবেক

সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় শহরের সাদ্দাম বাজার থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। এসময় ফ্যাসিজমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।