ঢাকাSaturday , 9 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

সাংবাদিক তুহিন হত্যা: আরেক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

Link Copied!

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরেক যুবককে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ আগস্ট, শনিবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান।

গ্রেপ্তার শহিদুল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার প্রয়াত আবদুল করিমের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছেন। তাকে র‌্যাব-১ এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এটি অপরাধ সংঘটিত হওয়ার ভিডিও ধারণ করার সময় তুহিন ওই অপরাধী চক্রের হাতে খুন হন বলে জানায় পুলিশ।

ঘটনার পর নিহতের বড়ভাই বাদী হয়ে গাজীপুর মহানগরীর বাসান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।