ঢাকাWednesday , 13 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ কল নিষিদ্ধ করল রাশিয়া

Link Copied!

প্রতারণা ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলায় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য না দেওয়ার অভিযোগে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কিছু কল পরিষেবা সীমিত করা শুরু করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।কয়েক বছর ধরে রাশিয়ার সঙ্গে বিদেশি প্রযুক্তি প্ল্যাটফরমগুলোর কনটেন্ট ও ডেটা সংরক্ষণ নিয়ে দ্বন্দ্ব চলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এ বিরোধ আরো তীব্র হয়।

সমালোচকরা বলছেন, রাশিয়া দেশের ইন্টারনেট নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি সেবার সঙ্গে একীভূত একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন। ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো নিজস্ব প্ল্যাটফরমকে উৎসাহিত করছে এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো বিদেশি সেবার ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে।রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক রসকোমনাডজরকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানায়, ‘অপরাধীদের প্রতিরোধের জন্য এ বিদেশি মেসেঞ্জারে আংশিকভাবে কল পরিষেবা সীমিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাদের অন্য কোনো কার্যকারিতায় এখনো কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।’জবাবে রাশিয়ার আরবিসি দৈনিককে টেলিগ্রাম জানায়, তারা সহিংসতা ও প্রতারণা ঠেকানোর চেষ্টা করছে ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে প্ল্যাটফরমের প্রকাশ্য অংশগুলো পর্যবেক্ষণ করছে। প্রতিদিন তারা লাখো ক্ষতিকর বার্তা মুছে ফেলছে।রয়টার্সের সংবাদদাতা নিশ্চিত করেছে, ১১ আগস্ট থেকে টেলিগ্রামে ভয়েস কল প্রায় অচল হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপে শব্দ বিচ্ছিন্ন হওয়া ও ধাতব ধরনের গুঞ্জনের কারণে কল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারণা, সন্ত্রাসবাদসহ অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ তা উপেক্ষা করেছে।মন্ত্রণালয়ের মতে, এ ব্লক কেবল কল পরিষেবায় প্রযোজ্য হবে ও প্ল্যাটফরমগুলো রুশ আইন মেনে চললে তা তুলে নেওয়া হবে।

সংসদের নিম্নকক্ষের তথ্য-প্রযুক্তি কমিটির উপপ্রধান অ্যান্টন গোরেলকিন বলেন, শর্তের মধ্যে রয়েছে রাশিয়ায় আইনি সত্তা খোলা, নিঃশর্তভাবে সব রুশ আইন মানা এবং রসকোমনাডজর ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করা।

২০২২ সালে মস্কো মেটাকে চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও রাশিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ চালু রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে রাশিয়ায় নিষিদ্ধ তথ্য না মুছে ফেলার কারণে হোয়াটসঅ্যাপকে কিছু জরিমানা দিতে হয়েছে।

অ্যান্টন গোরেলকিন বলেন, হোয়াটসঅ্যাপকে রুশ বাজার ছাড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আরেক আইনপ্রণেতা হোয়াটসঅ্যাপের উপস্থিতিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন।সমালোচকরা আশঙ্কা করছেন, রাশিয়ার নতুন রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের কার্যক্রম নজরদারি করতে পারে। কেউ কেউ বলছেন, ব্যবহারকারীদের নতুন প্ল্যাটফরমে আনতে রাশিয়া হয়তো হোয়াটসঅ্যাপের গতি ধীর করে দিতে পারে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার সরকার দেশের ইন্টারনেট অবকাঠামোর ওপর প্রযুক্তিগত সক্ষমতা ও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, যা অবাঞ্ছিত ওয়েবসাইট ও সেন্সরশিপ এড়ানোর সরঞ্জামগুলো আরো বেশি করে ব্লক বা ধীরগতির করার সুযোগ তৈরি করছে।

সূত্র : রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।