বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদরাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সম্প্রতি আলিম দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে।
ঘটনার পর মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের অনুমতিতে গত ১১ আগস্ট সকাল ১১টায় নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের উপস্থিতিতে এক জরুরি সভা হয়। সভায় সর্বসম্মতভাবে এ ঘটনায় জড়িত ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন মোল্লা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা ও সুনাম রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ঘটনা সম্পর্কে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, আমি বিষয়টি অবগত হয়েছি, ইতিমধ্যে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।