ঢাকাSunday , 31 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে ধরা বিএনপির দুই নেতা

Link Copied!

শনিবার (৩০ আগস্ট) বিকেলে শাহীবাগ এলাকায় খবর পেয়ে অভিযান চালিয়ে বালু জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির দুই নেতার নেতৃত্বে প্রকাশ্যে বালু লুট চলছে। শ্রমিক দিয়ে নিয়মিত বালু উত্তোলন ও বিক্রি হলেও প্রশাসনের ভয় দেখিয়ে তারা পার পেয়ে যাচ্ছিলেন।

স্থানীয় শাহীন মিয়া বলেন, আমরা কাগজ চাইলে তারা কিছু দেখাতে পারেনি। অথচ তারা দাবি করেছিল লিজ নেওয়া। ইউএনও নিশ্চিত করেছেন এ ছড়ার বালু ইজারা দেওয়া হয়নি।

তবে পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ দাবি করেন, বালু ব্যবসার সঙ্গে তিনি জড়িত নন। শুধু রাস্তা মেরামতের জন্য বালু তুলেছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি কখনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, জব্দ করা বালু রাখা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।