রাজধানীর ২২টি সড়ক ইন্টারসেকশনে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হচ্ছে। প্রথম ধাপে আজ সকাল থেকে সাতটি ইন্টারসেকশনে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
ইন্টারসেকশনগুলো হলো—ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট। দুই সপ্তাহব্যাপী এই পাইলট কার্যক্রম চলবে।
পরে ধাপে ধাপে বাকি ১৫টি ইন্টারসেকশনে এই ব্যবস্থা প্রয়োগ করা হবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি পরিকল্পনা ও পরামর্শে হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনে আধুনিক সিগন্যাল স্থাপনের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, অর্থায়ন করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণও দিয়েছে বুয়েট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।