ঢাকাMonday , 1 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে: অধ্যাপক শহীদুল ইসলাম

আলমগীর মন্ডলঃ
September 1, 2025 2:42 pm
Link Copied!

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যা-কান্ডের প্রচলনের পর থেকে ব্যাপক সংখ্যক মানুষ এই নির্মমতার শিকার হয়। ১৯৭২ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত রক্ষাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর নৃশংসতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল। তাদের নির্যাতনে ২লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। রাজনীতিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ সেখানে জিয়াউর রহমান সেখানে ছিলেন সফল।

রোববার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জেনারেল জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং দেশের অর্থনীতিকে সুদৃঢ় বুনিয়াদের ওপর দাঁড় করিয়েছিলেন। গণতন্ত্র হত্যা ও দেশ পরিচালনায় শেখ মুজিবের চরম ব্যর্থতার কারণে সফলভাবে জিয়াউর রহমান রাজনীতিতে এসেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি মানবতাবিরোধী দল। গণহত্যার সঙ্গে তারা শুরু থেকেই জড়িত। শেখ মুজিব বাকশাল কায়েম করে মানবাধিকার হরণ করেছিলেন।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। এজন্য বিএনপি’র প্রতি জামায়াতের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু জামায়াতের সেই কৃতজ্ঞতাবোধ নেই, তারা শহীদ জিয়ার দল বিএনপিকেই ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে। ‘বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছে, কিন্তু শহীদ জিয়ার দল বিএনপি ছেড়ে যায়নি। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।’

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু প্রমুখ।

এসময় পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা নূরে আল আমিন বুলবুল, লুৎফর রহমান, তোফাজ্জেল হোসেন, আব্দুস সাত্তার, আব্দুল্লাহ আল বাকী, আতাউল হক এমদাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামানার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।