ঢাকাMonday , 1 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

২ বলে ২ উইকেট নিলেন নাসুম

ক্রীড়া ডেস্কঃ
September 1, 2025 7:57 pm
Link Copied!

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই নেদারল্যান্ডসের। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের মতোই বোলিংয়ে দারুণ শুরু বাংলাদেশের। আজও বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম ওভারে বোলিং করেছেন শেখ মেহেদি। তবে আরেক প্রান্ত থেকে পেস আক্রমণে যায় টাইগাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসকিন আহমেদ তার প্রথম ওভারে দেন ৭ রান।

তৃতীয় ওভারেই বোলিং পরিবর্তন করেন লিটন। মেহেদিকে সরিয়ে নাসুমের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক। আক্রমণে এসেই সফল এই বাঁহাতি স্পিনার। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা উইকেট পেয়েছেন তিনি।

পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে উইকেট পেয়েছেন তাসকিন। এই ডানহাতি পেসারের খাটো লেংথের বলে পেছনের পায়ে ভর দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন। তবে বলে গতি না থাকায় তানজিম সাকিবের হাতে ধরা পড়েন তিনি।

৬ ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪০ রান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।