ঢাকাWednesday , 3 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কু‌ষ্টিয়ায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত

Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন (৫৮) আহত হয়েছেন। আজ বুধবার(৩ সে‌প্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১০ মাইল এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তা‌কে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। এ ঘটনায় হাইও‌য়ে থানা পু‌লিশ কাভার্ড ভ‌্যান‌ ও চালক‌কে হেফাজ‌তে নি‌য়ে‌ছে। ফ‌রিদা ইয়াস‌মিন কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলার নওদাপাড়া এলাকার মে‌য়ে। তি‌নি প‌রিবার নি‌য়ে রাজধানী ঢাকা‌তে বসবাস ক‌রেন। রাজ‌নৈ‌তিক কার‌ণে নিজ এলাকায় যাতায়াত র‌য়ে‌ছে তার।

স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, দুপুরে কু‌ষ্টিয়া শহর থে‌কে প্রাইভেট কারে ভেড়ামারায় ফির‌ছি‌লেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়‌কের ১০মাইল নামক স্থা‌নে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি কার্ভাড ভ‌্যা‌নের সা‌থে প্রাইভেট কার‌টির সংঘর্ষ হয়। এতে ফ‌রিদা ইয়াসমীন ও তার গা‌ড়ি চালক আহত হন। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। স‌ঙ্গে স‌ঙ্গে ফ‌রিদা ইয়াস‌মিন‌কে দেখ‌তে জেলা বিএন‌পির নেতৃবৃন্দরা হাসপাতা‌লে ছু‌টে যান।

 

 

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, ফ‌রিদা ইয়াস‌মিন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন। তি‌নি মাথা ও কপা‌লে আঘাত পে‌য়ে‌ছেন। তা‌কে সি‌টি স্ক‌্যান কর‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রি‌র্পোট আস‌লে বা‌কিটা বলা যা‌বে।

কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন, ফ‌রিদা আপার চি‌কিৎসার সা‌র্বিক খোঁজ খবর রাখা হ‌চ্ছে। কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) ‌আবু ওবা‌য়েদ নাগ‌রিক ব‌লেন, কার্ভাড ভ‌্যান ও চালক পু‌লি‌শের হেফাজ‌তে র‌য়ে‌ছে। বিষয়‌টি দুই পক্ষই মিমাংসা ক‌রে নি‌তে চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।