ঢাকাThursday , 4 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কাঁচাবাজারে আগুন, অর্ধশত দোকান ভস্মীভূত

Link Copied!

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে, মুরগির দোকান, আলু-পিয়াজসহ বিভিন্ন মসলা ও মুদি দোকানসহ অর্ধশত ভস্মীভূত হয়ে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

জানা যায়, চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন একটি বাজারে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত ৫০টি দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের খবর পেয়ে ভোগরা সার্ভিসের ৩ ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২ ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

ব্যবসায়ী আনিসুর রহমান জানান, চন্দনা চৌরাস্তা কাঁচা বাজারের উত্তর দিকের মসলা পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপর তা আশপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। তার ধারণা আগুনে বিভিন্ন দোকান এবং মালামালসহ ভস্মীভূত হয়ে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।