মালয়েশিয়া টিকটককে সতর্ক করে বৃহস্পতিবার জানিয়েছে, ব্যবহারকারীদের বয়স-সংক্রান্ত নিয়ম কঠোরভাবে না মানলে দেশটিতে সাইবারবুলিং ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে শাস্তির মুখোমুখি হতে পারে প্ল্যাটফরমটি।
যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছেন, টিকটক ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোতে সাইবারবুলিংয়ের ঘটনা ব্যাপক আকারে বেড়েছে, সঙ্গে ডিপফেক প্রতারণার ঘটনাও সাম্প্রতিক সময়ে বাড়ছে। কুয়ালালামপুরে জাতীয় পুলিশ সদর দফতরে টিকটক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ফাহমি সাংবাদিকদের বলেন, ‘টিকটক জানায়, ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট খোলার অনুমতি নেই। কিন্তু বাস্তবে তা ঘটছে।
টিকটকের আচরণে আমি সন্তুষ্ট নই। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।’তিনি আরো বলেন, ‘আমরা টিকটককে জানিয়েছি, বয়স যাচাইয়ের জন্য একটি সঠিক ব্যবস্থা থাকা দরকার।’ বিষয়টি বাস্তবায়নের খুঁটিনাটি ঠিক করার জন্য টিকটক, মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) ও পুলিশের ওপর ‘ছেড়ে দেবেন’ বলে জানান তিনি।
চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের অধীন টিকটক এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।
ফাহমি আরো জানান, মালয়েশিয়া আগামী অক্টোবর থেকে অনলাইন সেফটি অ্যাক্ট কার্যকর করবে, যা মূলত অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তার ওপর জোর দেবে। এ আইনের আওতায় সামাজিক মাধ্যমগুলোকে সাইবারবুলিং, ডিপফেক প্রতারণাসহ ক্ষতিকর কনটেন্ট সরানোর দায়িত্ব নিতে হবে।
তিনি বলেছেন, ‘আমরা টিকটককে সময় দিচ্ছি পুলিশ ও এমসিএমসির অনুরোধগুলো খতিয়ে দেখার এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য।
পুরো বিষয়টি বুঝে আমাদের জানাতে হবে।’ ফাহমি জোর দিয়ে বলেন, টিকটক নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই মালয়েশিয়ার, তবে প্ল্যাটফরমটিকে স্থানীয় আইন মেনে চলতে হবে।ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সাইবারবুলিংয়ের ক্ষেত্রে বিশ্বে মালয়েশিয়ার অবস্থান পঞ্চম, আর এশিয়ায় চীনের পরেই দ্বিতীয়। গত বছর এমসিএমসি সাইবারবুলিং-সম্পর্কিত আট হাজার ৭০০-র বেশি পোস্ট সরিয়েছে, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল মাত্র এক হাজার ৭০০।
মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, সাইবারবুলিংয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
এর মধ্যে কুয়ালালামপুরে এক তরুণ ইনফ্লুয়েন্সারকে পরিবারিক বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়, যিনি দীর্ঘদিন ধরে অনলাইনে হয়রানির শিকার ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।