পিতৃত্বের স্বাদ আগেই পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০২০ সালে পুত্রসন্তানের পিতা হয়েছেন। আবারও সেই স্বাদ পেলেন তিনি। তবে এবার কন্যাসন্তানের বাবা হয়ে।
এতে যেন ক্রিকেট পরিচয়ের মতোই ‘অলরাউন্ডার’ বাবা হলেন মিরাজ। বাবা হওয়ার বিষয়টা নিজেই নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে।
মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’
২০১৯ সালে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে জীবনের জুটি বাঁধেন মিরাজ। পরের বছরের অক্টোবরে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান।
৫ বছর বয়সী মুদ্দাসসির হাসান ওয়াফিক এবার খেলার সঙ্গী পেলেন। নতুন সদস্য আসবে বলে সন্তানসম্ভাবনা স্ত্রীর পাশে থাকতেই নেদারল্যান্ডসের বিপক্ষে ছুটি নেন মিরাজ। তবে এশিয়া কাপের দলে জায়গা হয়নি ২৭ বছর বয়সী অলরাউন্ডারের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।