কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ১১ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ১ জন।
৭ সেপ্টেম্বর, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় শনিবার বেলা ১১.৪০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭ এস হতে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া বাজারে হাবিলদার মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র টহর দল বিশেষ অভিযান চালিয়ে মো. ইয়াসিন (৪০) কে ভারতীয় ২৩ হাজার পিস চকলেট বাজি এবং মাদক পাচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ আটক করে। আটক ইয়াসিন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। একইদিন বিকেল ৩.১৫টায় একই ব্যাটালিয়নের মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪০/৬এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে মরঘাটি নামক স্থানে নায়েব সুবেদার মো. আব্দুর রব এর নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্হায় ভারতীয় নেশাজাতীয় ৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪৫০ পিস সাইপ্রোহেপাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও শনিবার রাতে পৌনে ৯টার দিকে বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৯/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া পূর্বপাড়া মাঠে নায়েব সুবেদার মো. বজলুল রহমান এর নেতৃত্বে বিজিবি’র নিয়মিত টহল অভিযান চালিয়ে ভারতীয় ১৮ বোতল মদ এবং ৩২০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ১০লক্ষ ৭৩ হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
মাদকসহ আটক আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক ও চোরাচলানী পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।