ঢাকাMonday , 8 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

মিরপুরে ইউএনও’র অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

আলমগীর মন্ডলঃ
September 8, 2025 8:01 pm
Link Copied!

 

দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় কুষ্টিয়ার মিরপুরে গোবিন্দগুনিয়া সুইচ খাল হতে ৬নং ব্রীজ পর্যন্ত জিকে খাল থেকে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ১৯টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এসময় উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, “অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এবং মাছের রেণু পোনা ধ্বংস করে দেয়, যা নদী ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে।

উপজেলার সব জায়গাতেই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে এ ধরনের অবৈধ জাল পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। “চায়না দুয়ারী জাল ধ্বংসের ফলে নদী, নালা, খাল, বিলে মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।