ঢাকাWednesday , 10 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে একজন নিহত

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ।

নিহত আশরাফুল সর্দার (৫০) দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের হামেদ সর্দারের ছেলে। তিনি মন্ডল গ্রুপের লোক।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সর্দার গ্রুপ ও মন্ডল গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আশরাফুলকে কুপিয়ে হত্যা করেছে। পূর্ব পরিকল্পিতভাবেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।