চুয়াডাঙ্গায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে সাহার আলী নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাহার আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত. মনসুর আলীর ছেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের নয়মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। আমরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পৌঁছে দিয়েছি।
নিহত সাহার আলীর ভাতিজা জানান, তাদের একজন আত্মীয় মারা গেছেন। জানাজায় অংশ নিতে পরিবারের মোট সাতজন সেখানে যাচ্ছিলেন ইজিবাইকে। নয়মাইল দশমী বাজার এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে ধাক্কাদিলে এ হতাহতের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক শিশুসহ ছয় জনকে আহত অবস্থায় হাসপাতেলে আনা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।