ঢাকাSaturday , 13 September 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শুরুতেই কোনঠাসা বাংলাদেশ, সাজঘরে দুই ওপেনার

ক্রীড়া ডেস্কঃ
September 13, 2025 10:17 pm
Link Copied!

টস হেরে ব্যাটিংয়ে নেমেই দিশেহারা বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনঠাসা টাইগাররা। প্রথম ওভারের শেষ বলে এবং দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফিরে যান দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। কোনো রান না করেই ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার।

জিতলেই সুপার ফোর নিশ্চিত এমন সমীকরণ সামনে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে লিটন দাসের দল। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় আবুধাবিতে এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে মাত্র ১৬ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস ও মাহেদী হাসান ৪ রান করে ক্রিজে আছেন। দুই ওপেনারের মধ্যে তামিমকে বোল্ড করে ফেরান নুয়ান থুসারা এবং দুষ্মন্ত চামিরার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমন।

তাওহীদ হৃদয়কে নিয়ে ১১ রানের জুটি গড়েন লিটন। ৯ বলে ৮ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন হৃদয়।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।