ঢাকাTuesday , 22 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বৃষ্টি ও বন্যা নিয়ে বড় ‍দুঃসংবাদ

Link Copied!

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২৩ থেকে ২৬ জুলাই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে (ভারতের ত্রিপুরা প্রদেশ) চার দিনে সর্বোচ্চ ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এতে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ফের বাড়তে পারে। এসময়ে ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দক্ষিণ-পূর্বাঞ্চলের পানি সমতল সম্পর্কিত বিশেষ বার্তায় এসব তথ্য জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ওই সময়ে ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বরিশাল ও খুলনা বিভাগেও যথেষ্ট ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকায় জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে। সেই সঙ্গে এই অঞ্চলগুলোর জনজীবন বিপর্যস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সুতরাং, এই সময়ের জন্য পূর্ব প্রস্তুতি জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।