ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার বসতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দেবে ভারত।
বুধবার (২৩ জুলাই) এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে। এছাড়া টাইমস অব ইন্ডিয়ার সিনিয়র সহকারী সম্পাদক গৌরব গুপ্তা এক্সে (সাবেক টুইটার) এই খবর জানিয়েছেন। তার বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদ মাধ্যম রাজিব শুক্লার ঢাকার সভায় যোগ দেওয়ার বিষয়টি জানায়।
খবরে বলা হয়, এসিসি সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষে সহসভাপতি রাজিব শুক্লা অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।