ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদে জাভি হার্নান্দেজের আবেদন ঘিরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলেও বিষয়টি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক।
ভারতের সংবাদমাধ্যম ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) একজন কর্মকর্তার বরাতে জানানো হয়, বার্সেলোনার সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডার ই-মেইলের মাধ্যমে সরাসরি কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওই কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘তিনি (জাভি) নিজেই টেকনিক্যাল কমিটিকে মেইল করেছেন। যদিও আমরা জানি, আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে নিয়োগ দেওয়া প্রায় অসম্ভব।
এই খবরে যেমন ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা গেছে, তেমনি হতাশাও ছড়িয়েছে। বিশেষত বাজেট সংকটের কারণে জাভির মতো বড়মাপের কোচকে না আনতে পারার খবর শুনে।
তবে অন্য চিত্র তুলে ধরছে ইউরোপের একাধিক সংবাদমাধ্যম। স্পেনের জনপ্রিয় ফুটবলভিত্তিক বার্সা ইউনিভার্সাল দাবি করেছে, জাভির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তিনি কখনোই ভারতের জাতীয় দলের কোচ হতে চাননি।
বরং অভিযোগ উঠেছে, ভারতীয় ফেডারেশন তার নাম ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চেয়েছে, যাতে অন্যান্য মানসম্পন্ন কোচদের আকর্ষণ করা যায়।
এমনকি বিখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘জাভি ও ভারতীয় ফেডারেশনের মধ্যে কোনো আলোচনা হয়নি। এই খবর পুরোপুরি ভিত্তিহীন।’
কে হবেন ভারতের পরবর্তী কোচ?
এআইএফএফ জানিয়েছে, ৪ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ১৭০টি আবেদন জমা পড়েছে জাতীয় দলের কোচের পদে।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক লিভারপুল তারকা রবি ফাউলার ও অস্ট্রেলিয়ার হ্যারি কিউয়েল।
তবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনজন। ইংল্যান্ড-সাইপ্রাসের স্টিফেন কনস্টান্টাইন, স্লোভাকিয়ার স্টেফান টারকোভিচ এবং ভারতের খালিদ জামিল। ফেডারেশন ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এদের মধ্যে কোচ হিসেবে খালিদ জামিলই এগিয়ে রয়েছেন এবং তিনিই হতে পারেন ভারতের নতুন হেড কোচ।