ঢাকাFriday , 1 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ফ্যাসিবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে : আ স ম রব

Link Copied!

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশের বর্তমান শাসনকাঠামো একটি ঔপনিবেশিক ও আমলাতান্ত্রিক, যেখানে জনগণ ক্ষমতার উৎস নয় বরং শাসনের বিষয়। এই কাঠামো রাজনৈতিক দল ও সরকারকে জনগণের প্রতি জবাবদিহিমূলক হতে বাধ্য করে না।

তিনি বলেন, ফলে ফ্যাসিবাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়—এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা; যা পুরনো শাসনব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্য ও দমনমূলক রূপের মাধ্যমে পুনরুৎপাদিত হয়।

শুক্রবার উত্তরায় নিজ বাসভবনে অনুষ্ঠিত জেএসডির স্থায়ী কমিটির সভায় আ স ম রব এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।

দলের স্থায়ী কমিটির সভায় এ সময় বক্তব্য দেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, মোহাম্মদ তৌহিদ হোসেন ও কামাল উদ্দিন পাটোয়ারী।

তিনি আরও বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শাসনব্যবস্থায় দলের সঙ্গে সমাজ শক্তির অংশগ্রহণ, স্বশাসিত স্থানীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক নিরাপত্তা এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে পারলেই ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব হবে।

যেভাবে ক্ষমতা সংগঠিত, প্রয়োগ ও বৈধতা পায়, সেই প্রক্রিয়াটিকে বদলানো ছাড়া এই দানবকে প্রতিহত করা যাবে না। একে শুধু রাজনৈতিক সংস্কার হিসেবে দেখলে চলবে না; একটি গণতান্ত্রিক রূপান্তর হিসেবে দেখতে হবে, বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।