ঢাকাFriday , 1 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর

Link Copied!

ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। শুক্রবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে। উপরাষ্ট্রপতি পদ থেকে ২১ জুলাই সন্ধ্যায় জগদীপ ধনখড় হঠাৎ পদত্যাগ করায় পদটি শূন্য হয়। তারপর থেকেই জল্পনা চলছিল কবে নির্বাচন হবে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিল নির্বাচন কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট। তার আগে, ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। ২১ অগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। ২২ আগস্ট হবে স্ক্রুটিনি বা যাচাই-বাছাই। এরপর ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

উল্লেখযোগ্যভাবে ভোটগ্রহণ এবং ফলাফল প্রকাশ দুটোই হবে একদিনে, অর্থাৎ ৯ সেপ্টেম্বর। এদিন সন্ধ্যার মধ্যেই জানা যাবে ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে হচ্ছেন।

ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৬৮(২) অনুযায়ী, উপরাষ্ট্রপতির পদ খালি হলে যত দ্রুত সম্ভব নির্বাচন করাতে হবে। উপরাষ্ট্রপতির পদে অস্থায়ীভাবে কাউকে নিযুক্ত করা যায় না, তাই এই প্রক্রিয়া দেরি না করেই শুরু করা হয়েছে। যেহেতু ধনখড় প্রায় ৩ বছর দায়িত্বে ছিলেন, তাই নতুনভাবে নির্বাচিত উপরাষ্ট্রপতি পূর্ণ ৫ বছরের জন্য দায়িত্ব সামলাবেন। উপরাষ্ট্রপতির কাজ শুধু সাংবিধানিক নয়, সংসদের উচ্চকক্ষে (রাজ্যসভা) সভাপতিত্ব করাও এই পদাধিকারীর গুরত্বপূর্ণ ভূমিকা। ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যরা, একটি ইলেকটোরাল কলেজের মাধ্যমে। এই নির্বাচন গোপন ব্যালটে হয় এবং প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মেনে ভোটদান হয়।

জগদীপ ধনখড়ের পদত্যাগ বিবৃতিতে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন তিনি। তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

বিরোধীরা মনে করছেন, এই ইস্তফার পেছনে শুধু স্বাস্থ্যগত কারণ নেই, এর পেছনে রাজনৈতিক কৌশলও থাকতে পারে। ২০২২ সালের ১১ আগস্ট তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। তার আগেই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কাজ করছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার টানাপোড়েন জাতীয় রাজনীতিতে বহুবার শিরোনামে এসেছে। তার এই আকস্মিক সরে দাঁড়ানোয় রাজনৈতিক চক্রে প্রশ্ন উঠেছে-আদৌ কি তিনি অন্য কোনো দায়িত্ব গ্রহণ করতে চলেছেন?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।