৫ লাখ টাকা চাঁদা চেয়ে টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে (হত্যাকারী দল) চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো।
মনে রাখবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’
চিঠিতে আরো বলা হয়, ‘দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস।
এতে তোর কোন প্রতিদ্বন্দ্বী নাই। দাকিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের ৩ তারিখে রবিবার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি।
জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে বিশিষ্ট মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে বৃহস্পতিবার রাতে অচেনা একজন ব্যক্তি একটি চিঠি দিয়ে আসে।
চিঠিটি শুক্রবার কর্মচারী তাকে দেয়।
সন্তোষ বাজার কমিটির আহ্বায়ক জুবায়ের হোসেন জানান, মাছ ব্যবসায়ী আজাহার একজন সৎ। হঠাৎ করে সকালে শুনতে পেলাম তাকে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাদা দাবি করেছে। দেশ স্বাধীন হওয়ার পর এমনটা শুনতে পাইনি।
মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলাম জানান, অচেনা একজন লোক বৃহস্পতিবার চিঠিটি দেয়।
শুক্রবার সকালে আমার হাতে দেয় কর্মচারী। খুলে পড়ার পর আমার ভয় কাজ করছে। আমার পরিবার আতঙ্কে রয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ কালের কণ্ঠকে বলেন মাছ ব্যবসায়ী সন্ধ্যায় থানা এসে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। আমরা তদন্তের কাজ শুরু করেছি।