৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
নব্বই দশকে বলিউড সিনেমায় পা রাখেন শাহরুখ খান। তার প্রথম সিনেমা ‘দিওয়ানা’। ১৯৯২ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকদের একে একে উপহার দেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডর’, ‘বাজিগর’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘ডন’ সিনেমার মত ব্লক বাস্টার সিনেমা।
এরপর ক্যারিয়ারে ভাটা পড়লে কয়েক বছরের বিরতি নেন। বিরতি ভেঙে ২০২৩ সালে রাজার মত বলিউডে ফিরে এসে এক বছরেই তিন তিনটি ব্লক বাস্টার হিট সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দর্শকদের উপহার দেন। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’।
প্রসঙ্গত, ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মত বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।