সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে আজ ক্যাম্প শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারা আছেন প্রাথমিক তালিকায় তা অবশ্য জানা যায়নি। জানা গেছে, ৫ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হয়েছে।
ক্যাম্প শুরুর বিষয়টি আজ নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। সঙ্গে জানিয়েছেন, প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেছেন কোচ কাবরেরা। সেই তালিকায় হামজা চৌধুরী থাকলেও দলে নেই শমিত শোম।
প্রাথমিক স্কোয়াডের বিষয়ে আমের বলেছেন, ‘সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে শমিতের।
এ জন্য আমাদের প্রাথমিক দলে তাকে রাখা হয়নি। তবে কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতিমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে।’
নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর। সে সময়ই কানাডার লিগে শমিতের ক্লাব কাভারলির ম্যাচ রয়েছে। ৬ ও ১৪ সেপ্টেম্বর ক্লাবের ম্যাচ থাকায় বাংলাদেশের হয়ে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া মিডফিল্ডার।
চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিতে পারেননি। তাই ৫ জন নিয়েই অনুশীলন শুরু করেছেন কাবরেরা।
অন্যদিকে কোচদের থেকে একদিন সময় চেয়ে নিয়েছেন জামাল ভূঁইয়া। এ নিয়ে আমের বলেছেন, ‘জামাল এক দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে এজন্যই ক্যাম্পে ডেকেছে কোচ।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।