ঢাকাThursday , 14 August 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন বাংলাদেশের ‘এ’ দলের কোচ

Link Copied!

সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট রানার্সআপের আক্ষেপ নিয়ে শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ডারউইনে যাওয়ার আগে সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।আগামীকাল উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতিটাও দারুণভাবে সেরেছে বাংলাদেশ।

ডারউইনের স্থানীয় দল ডিআইএক্সআইকে ৩৭ রানে হারিয়েছে সোহানের নেতৃত্বাধীন দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে প্রতিপক্ষকে ১৮২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। তারা করতে নেমে ১৪৪ করে ডিআইএক্সআই।বাংলাদেশের থেকে ডারউইনের আবহাওয়া আলাদা হওয়ায় প্রস্তুতি ম্যাচ খেলায় উপকার হয়েছে বলে জানিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল।
তিনি বলেছেন, ‘ব্যাটাররা শটস খেলার ক্ষেত্রেও চিন্তা করে যে অনেক বড় মাঠ। তাই বাতাসের পক্ষে বা বাতাসের বিপক্ষে শট খেলা নিয়ে চিন্তা থাকে। এ জন্য অনেক কিছুই বুঝে নেওয়ার বিষয় ছিল। তাই প্রস্তুতি ম্যাচটা খেলে খুব উপকার হয়েছে।
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানের ‘এ’ দল। তাদের বিপক্ষে মাঠে নামার আগে ডারউইনের উইকেট নিয়ে বাবুল বলেছেন, ‘এখানে অনেক বাতাস থাকে। তাই কোন লাইন-লেংথে বোলিং করতে হবে, সেটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যেই লেংথে বোলিং করে, এখানে সেটা সমস্যা হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।