সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে দক্ষিণ এশিয়ার দলগুলোর পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা চলছিল ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও। শ্রীলংকায় তিন জাতির টুর্নামেন্টও ছিল আলোচনায়। শেষ পর্যন্ত ইউরোপের কোনো দলকে পাওয়া যায়নি। শ্রীলংকায়ও টুর্নামেন্ট খেলা হচ্ছে না।
তাই সেপ্টেম্বরে সাফ অঞ্চলের দল নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয় বাংলাদেশ। কিন্তু মাঝে সাফের বাইরের দল ভিয়েতনাম খেলার জন্য আগ্রহ দেখানোয় ঝুলে যায় নেপালের বিপক্ষে ম্যাচ দুটি।
তবে আজ (বৃহস্পতিবার) জাতীয় দল কমিটির সভা শেষে জানা গেছে, শেষ পর্যন্ত নেপালের বিপক্ষেই সেপ্টেম্বরে উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি।
ফিফা র্যাংকিংয়ে নেপাল আছে ১৭৬তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে।
অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরে ও বাইরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটার প্রস্তুতি নিতেই এই নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে যাচ্ছেন জামাল ভুঁইয়া-রাকিব হোসেনরা।