রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহতের খবর নিশ্চিত করা গেছে। মাইলস্টোন কলেজে বিমানটি আছড়ে পড়ে। এতে অনেকে আহত হয়েছেন। বিকাল সাড়ে ৩টা নাগাদ ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
যে ২৮ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে তারা হলো শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি, মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া, অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) ও সামিয়া।
বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হতেই যেন সেখানে নরক নেমে আসে। ছোট ছোট শিক্ষার্থীরা অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে ছুটছেন উদ্ধারকর্মীরা।
অনেক অভিভাবকই তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। ফেসবুকে সন্তানের ছবি দিয়ে অনেকেই খোঁজ চাইছেন।