মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় বেশি দামে ডিম বিক্রির অভিযোগে পোল্ট্রি ফার্মকে জরিমানা

Reporter Name / ১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:০০ অপরাহ্ন

আলমগীর মন্ডলঃ

কুষ্টিয়ার মিরপুরে বেশি দামে ডিম বিক্রির অপরাধে দুই পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন,মিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিনা আক্তার,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সবুর বিশ্বাসসহ জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে অনি  পোল্ট্রি ফার্ম কে সাত হাজার ও সাইফুল পোল্ট্রি ফার্মকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্যান্য পোল্ট্রি ফার্ম মালিকদেরকে সতর্ক করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর