মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে “জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এই স্লোগানে নিয়ে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
মিরপুর পৌরসভার আয়োজনে রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা মোতাবেক প্রতিটি নাগরিককে শিশু জন্মের ৪৫ দিন ও মৃত্যু সনদের জন্য ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে।
.